দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদকের মাতার মৎস্যমুখী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : হাটহাজারী উপজেলার নেহালপুর গ্রাম নিবাসী সমাজসেবক স্বর্গীয় মাধব চন্দ্র চৌধুরীর সহধর্মিণী, দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরীর গর্ভধারিণী মাতা শ্রীমতি খুকী রাণী চৌধুরীর পারলৌকিক ক্রিয়াত্তোর মৎস্যমুখী অনুষ্ঠান গত ১৩ জুন নগরীর জুঁই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

স্বর্গীয়া খুকী রাণী চৌধুরীর মৎস্যমুখী অনুষ্ঠানে উপস্থিত হয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সাংবাদিক সজল কান্তি চৌধুরী, সাংবাদিক মোহন মিন্টু, সাংবাদিক ভূপেন দাশ, চট্টগ্রাম রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলমগীর নূর, দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ সহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনাকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, প্রয়াতের আত্নার শান্তি কামনা করে এবং পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য যে, গত ২৭ মে রোজ- মঙ্গলবার স্বর্গীয়া খুকী রাণী চৌধুরী ইহলোক ত্যাগ করে পরলোকগমন করে। মৃত্যুকালে তিনি ৪পুত্র, ১ কন্যাসহ অনেক আত্নীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ১১ জুন বংশাল রোডস্থ পাথরঘাটা সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ ও কৃষ্ণ মন্দিরে প্রয়াতের পারলৌকিক ক্রিয়া-আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠিত হয়।

0Shares

নিউজ খুজুন