দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক এর মাতা খুকী রাণী চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক : হাটহাজারী উপজেলার নেহালপুর গ্রাম নিবাসী সমাজসেবক স্বর্র্গীয় মাধব চন্দ্র চৌধুরীর সহধর্মিণী শ্রীমতি খুকী রাণী চৌধুরী গত ২৭ মে রোজ- মঙ্গলবার বাসায় ইহলোক ত্যাগ করে পরলোকগমন করে। মৃত্যুকালে তিনি ৪পুত্র, ১ কন্যাসহ অনেক আত্নীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য যে, তিনি দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরীর গর্ভধারিণী মাতা।

স্বর্গীয়া খুকী রাণী চৌধুরী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকা পরিবার, উপদেষ্টা সম্পাদক অঞ্জন কুমার সেন, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান, নিউজ চাটগাঁ পত্রিকার আবাসিক সম্পাদক স্বপন মল্লিক, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ), চট্টগ্রাম রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলমগীর নূর ও সদস্যবৃন্দ, নিউজ চাটগাঁ পত্রিকার আইন উপদেষ্টা এডভোকেট জালাল উদ্দিন, বার্তা সম্পাদক ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজাজার লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, লোহাগাড়ার সাংবাদিক মুনির উদ্দিন,

সহ সম্পাদক মোহাম্মদ মুছা, দীপঙ্কর দাশগুপ্ত, সাজেদুল আলম চৌধুরী মিল্টন, কোর্ট প্রতিবেদক সাংবাদিক টিপুশীল জয়দেব, আইন সম্পাদক এডভোকেট এ টি এম কামরুল ইসলাম, মোহাম্মদ হাছান সোহরাব উদ্দিন, মোঃ ইউসুফ, ফটো সাংবাদিক ডাংকু সরকার, সাংবাদিক রুমকি দেবী, উপজেলা প্রতিনিধিবৃন্দ, সহ পত্রিকা পরিবার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা, সৃজন সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

0Shares

নিউজ খুজুন