নিউজ চাটগাঁ থেকে মো:আবু বকর সিদ্দিক :
বহুবিধ প্রতিভার অধিকারী, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ কর্মী, সংগঠক, লেখক, গবেষক, কবি, দৈনিক নিউজ চাটগাঁর ডেপুটি সম্পাদক, নিষ্ঠা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ফুলকলি গ্রুপের জি.এম. জনাব এম এ সবুর এর শুভ জন্মদিনে এবং পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদিআরব গমনে ফুলকলির হেড অফিস বাকলিয়া, চট্টগ্রামে ভ্যাট এন্ড কাস্টমস বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন- ডিজিএম এম এ মালেক সিকদার, ফুলকলির ভ্যাট এন্ড কাস্টমস বিভাগের ইনচার্জ মো: আবু বকর সিদ্দিক, সিনিয়র অফিসার মো: মিজানুর রহমান ও সিরাজুল ইসলাম এবং দৈনিক নিউজ চাটগা পত্রিকা পরিবারের সকল সাংবাদিকবৃন্দ এবং কর্মকর্তা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভ জন্মদিন উপলক্ষে এম এ সবুর সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী কাল স্ব পরিবারে ওমরাহ্ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় সবার কাছে দোয়া চেয়েছেন।