দৈনিক নিউজ চাটগাঁর উপদেষ্টা লায়ন ডাঃ বাবুল কান্তি নাথ আর নেই ;সম্পাদকের শোক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোকচিত্র জগতের অন্যতম প্রতিষ্ঠান স্টুডিও আলেয়া’র স্বত্ত্বাধিকারী, দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার উপদেষ্টা, বিশিষ্ট সংগঠক, হাটহাজারী উপজেলার দক্ষিণ মার্দাশা গ্রামের নিবাসী লায়ন ডাঃ বাবুল কান্তি নাথ আজ ৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করে পরলোক গমন করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে, ১মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্বর্গীয় লায়ন ডাঃ বাবুল কান্তি নাথ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী বার্তা সম্পাদক, সহ সম্পাদকসহ পত্রিকা পরিবার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শোক বার্তায় সম্পাদক জানান, তিনি ব্যক্তিগত জীবনে খুবই সদালাপী ও পরোপকারী ছিলেন। বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করা হয়। পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয় ।

তার অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ১১ ডিসেম্বর বুধবার নগরীর গোলপাহাড় মহাশ্মশানে সম্পন্ন হবে।

তিনি চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য, বাংলাদেশ হোমিপ্যাথিক পরিষদ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি, চট্টগ্রাম নাথ কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি, লায়ন্স ব্লাড ব্যাংকের আজীবন সদস্য,চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য, মধ্যম মার্দাশা শ্রীশ্রী রাধা মাধব সার্বজনীন মহোৎসব কমিটির সভাপতি, সৃজন সাংস্কৃতিক পরিষদের আজীবন সদস্য সহ বিভিন্ন  ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে দায়িত্ব পালন করে গেছেন।

0Shares

নিউজ খুজুন