দূর্নীতিমুক্ত দেশ গঠনে আল্লাহভীরু যোগ্য নেতৃত্ব অপরিহার্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, রমজানের শিক্ষা তাকওয়া ভিত্তিক সমাজ গঠন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নিরিখে ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে সকলের জন্য কল্যাণমূলক, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশকে আর কোন দুর্নীতিবাজ ফ্যাসিস্টের হাতে তুলে দেয়া যাবে না। দুর্নীতিমুক্ত দেশ গঠনে আল্লাহভীরু যোগ্য নেতৃত্ব অপরিহার্য।
খাগড়াছড়ি জেলা শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের সঞ্চালনায় ও জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতর বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
তিনি বলেন, শুধুমাত্র কোরআন এবং হাদিসের ভিত্তিতেই একটি ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলামই সকল জাতি, সম্প্রদায় ও ধর্মের অধিকার নিশ্চিত করে। ইসলাম ভিন্ন ধর্মের অনুসারীদের উপরে কোন প্রকার অবিচার করার কোন সুযোগ নেই।
সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন বলেন, আমাদের সবাইকে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সুনাগরিক ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতিসহ নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার দায়িত্বশীলবৃন্দ।
0Shares

নিউজ খুজুন