কবি পার্বতী শর্মা
এই বিশ্ব ব্রহ্মান্ডে এক মাত্র তুমি দেবি দুর্গা ত্রিনয়নী।
মহিষাসুর কে বধ করে তুমি হয়েছো মহিষমর্দিনী।
দশ হস্তে সজ্জিত তুমি দশ শস্ত্র শালিনী।
জগৎ জননী তুমি মঙ্গল কারিনী।
কখনো কালী রুপে কখনো দেবি রুপে কখনো চন্ডিকা,
কখনো উম্ভিকা কখনো যোগিনী,
ত্রিভূবনের মহা শক্তির পুঞ্জ তুমি করেছো অসুর বিনাশী,
সকল দেবতাদের সম্মিলিত রুপায়িত তুমি শক্তি।
পৃথিবীর সকল হিন্দু মানবজাতি করে তোমায় ভক্তি
তোমারে ত্রিনয়ন চন্দ্র-সূর্য আগুনের প্রতি তুমি,
স্বত্ত্ব রজঃ তম গুনে মহামায়া তুমি সনাতনী।
আদি দেবতা শিবের পত্নী তুমি যে মহান,
চারিদিকে শুধু শুনি তোমারই জয়গান।
স্বর্গের দেবতা ও করেন মা দুর্গার আরাধনা,
চন্ডী গ্রন্থ রামায়ণে ও আছে তোমার মহিমার বর্ণনা।
তুমি নও শুধু মৃত্তিকা মূর্তি তুমি সবার রক্ষাকারী,
সর্বজনীন পূজিত তুমি চিরকাল ব্যাপি ধরি।
হৃদয়ে ভরে সবাই পূজা করে তোমায় পুষ্পাঞ্জলী দিয়ে,
শত্রু নিধন করে রক্ষা করো মা মানবজাতির তরে।অ