তমাল দাশ লিটন : সনাতন সমাজ কল্যান পরিষদ দীঘিনালা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন বুধবার বিকেলে দীঘিনালা ঐতিহাসিক বোয়ালখালী নারায়ণ মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
সনাতন সমাজ কল্যান পরিষদ দীঘিনালা সমন্বয়ক মিঠু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী নির্মল দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও খাগড়াছড়ি জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, খাগড়াছড়ি জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল দাশ লিটন, ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারন সম্পাদক সাধন পাল।
এছাড়া উপস্থিত ছিলেন দীঘিনালার সমাজ সেবক সুকুমার দাশ, চিত্তরঞ্জন দেবনাথ, শিক্ষক রিপন দে শিক্ষক শিউলি বিশ্বাস, রিটন দে সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে সভাপতি পদে সুকুমার দাশ, সাধারন সম্পাদক পদে মিঠু চৌধুরী ও অর্থ সম্পাদক পদে বিকাশ দে নির্বাচিত হয়।
পাঠক সংখ্যাঃ ২৮
0Shares