দক্ষিণে মনোনয়ন নিয়ে গুজব, বিভ্রান্তি না হতে বিএনপির আহবান

ডেস্ক রির্পোট : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ছয়টি সংসদীয় এলাকায় মনোনয়ন নিয়ে ফেইসবুক ও অনলাইন মিডিয়ায় প্রচারণা চালিয়ে বিএনপি সমর্থকদের বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগ উঠেছে।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ঈদ্রিস মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বলেন ফেইসবুক ও অনলাইন মিডিয়ায় প্রচারণা চালিয়ে বিএনপি সমর্থকদের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে, যাহা আদো সত্য নয়। বিএনপি হাইকমান্ডের সাথে যোগাযোগ করিলে আমাদের নিশ্চিত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলায় ৬টি আসনে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

 

তিনি আরো বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনের জন্য দলের চূড়ান্ত মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেছে এবং খুব শীঘ্রই তালিকা প্রকাশ করবেন। তখন নিশ্চিত হওয়া যাবে মনোনয়ন কে পাচ্ছে। সুতরাং এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধানের শীষের জয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার অনুরোধ জানাচ্ছি।

0Shares

নিউজ খুজুন