তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে চীন ইতিবাচক

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে জানাতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টা তার চীন সফরে সে দেশের পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে চীনের পানি বিশেষজ্ঞ সবাই ছিলেন। তিনি আগামী ৫০ বছরে বাংলাদেশের পানির চাহিদা নিরসন নিয়ে বিশদ আলোচনা করেন। চীনারা আমাদের সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে আছে নদীর পানি সংরক্ষণ, বন্যার পূর্বাভাস, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়। তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। এই কাজে আমরা চীনা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির আগ্রহ ব্যক্ত করেছি। তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে তারাও ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। এর প্রতিফলন দেখতে পারবেন যৌথ বিবৃতিতে।

এ সময়  উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

0Shares

নিউজ খুজুন