ডাবল মাডারের কিলিং মিশনে সরাসরি অংশ গ্রহনকারী ২ জন আসামী গ্রেফতার

গত ৩১ মার্চ চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী ব্রীজ এর উপর রাস্তার পশ্চিম পাশ হইতে চট্ট মেট্রো- গ-১২-৯০৬৮ প্রাইভেটকারে থাকা সরোয়ার হোসেন বাবলা, আব্দুল্লাহ আল রিফাত, মোঃ বখতিয়ার হোসেন প্রঃ মানিক(২৮), মোঃ ইমন, রবিউল হোসেন হৃদয়, রবিনদের গাড়িকে লক্ষ করে ৬/৭টি মটরসাইকেল যোগে আসামী মোঃ হাছান (৩৬),  মোবারক হোসেন ইমন (২২),  খোরশেদ (৪৫),  রায়হান (৩৫) সহ অজ্ঞাতনামা ৬/৭ জন পিছু পিছু তাড়া করে আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি ছুড়ার মাধ্যমে চকবাজার থানাধীন এক্সেস রোডের শেষ মাথায় সিরাজ উদ-দৌলা রোড সংলগ্ন ঢাকাইয়া খানা নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর এলোপাতারি গুলি করে ভিকটিম মোঃ বখতিয়ার হোসেন প্রঃ মানিক (২৮),  আব্দুল্লাহ আল রিফাত (২২), রবিউল হোসেন হৃদয়, ৪। রবিনদেরকে গুরুতর জখম করলে জখমীদেরকে চমেক হাসপাতাল চট্টগ্রামে নিয়া গেলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার ভিকটিম মোঃ বখতিয়ার হোসেন প্রঃ মানিক ও আব্দুল্লাহ আল রিফাতদ্বয়কে মৃত ঘোষনা করেন এবং অপর দুইজন চিকিৎসাধীন। অতঃপর  বাকলিয়া থানার একটি আভিযানিক টিম ঘটনার সংগ্রহকৃত সিসি ফুটেজ ও পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আসামীদের সনাক্ত করে ইং ২ এপ্রিল উক্ত মিশনে ব্যবহৃত মটরসাইকেল সরবরাহকারী ও পরিকল্পনাকারী আসামী  মোঃ মানিক (২৪) কে ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর এলাকা হতে গ্রেফতার করে এবং ৩ এপ্রিল  বিকাল ৩.৪৫ ঘটিকায় চান্দগাঁও থানাধীন খাজা রোড বাদামতল এলাকা হতে উক্ত কিলিং মিশনে সরাসরি অংশগ্রহনকারী আসামী মোঃ বেলাল (২৭) কে গ্রেফতার করে ও ঘটনার সময় আসামীর পরিহিত কাপড় উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ঘটনায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান অব্যাহত আছে।

0Shares

নিউজ খুজুন