ডাকাত চক্রের ৪ সদস্য আটক লোহাগাড়ায়, সরঞ্জামাদি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : লোহাগাড়া উপজেলার চুনতি বনরেঞ্জ কার্যালয়ের সামনে আরকান সড়কে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। ২০ জুন শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮ টায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি ও ১ টি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

আটককৃতরা হল যথাক্রমে বাঁশখালী উপজেলার পশ্চিম কাথারিয়ার নুরুল আলম’র পুত্র আবুল কাশেম প্রকাশ জামাই কাশেম (৫২), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফুলতলা গ্রামের মৃত জেবল হোসেন’র পুত্র ছাদেকুর রহমান (৩১), বাজারপাড়া গ্রামের মো. মাসুক’র পুত্র মো. কামাল (৩৫), এবং পূর্ব বড় ভেওলা সিকদার পাড়ার মৃত আলমগীর’র পুত্র কেফায়েত হোসেন (২৪)।

থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ১০-১২ জনের একটি ডাকাত দল পটিয়া থেকে ডাকাতি করে চকরিয়ার দিকে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে চুনতিতে চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহজনক পিকআপ তল্লাশি চালিয়ে ৪ জন ডাকাতকে আটক করা হয়েছে। ওই সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি, নগদ টাকা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং আটককৃতদের বিরুদ্ধে পটিয়া থানায় ডাকাতির মামলা এবং লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

0Shares

নিউজ খুজুন