টেকপাড়া ও এয়াকুব নগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গি বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ফিরিঙ্গী বাজার টেকপাড়া ও এয়াকুব নগরে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আজ বুধবার সকালে ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী’র পক্ষে নগদ অর্থ, টেউটিন ও শাড়ি-লুঙ্গি প্রদান করা হয়। ক্ষতিগ্রস্থ নব্বইটি পরিবারের মাঝে উক্ত ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো: গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। আরো উপস্থিতি ছিলেন-কাউন্সিলর আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, জহির আহমেদ বাবুল হক, মোঃ ইলিয়াস, খোরশেদ আলম রহমান, সাইফুদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম, আবদুল মতিন, সামিউল হাসান রুমন সহ প্রমুখ ।

0Shares

নিউজ খুজুন