নিজস্ব প্রতিবেদক : শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদ ২০২৫ এর আয়োজনে ১ম বারের মতো ঐতিহাসিক জে এম সেন হল প্রাঙ্গনে ২দিনব্যাপী চির সেবক হনুমানজির শুভ জন্মতিথি হনুমান জয়ন্তী উদযাপনে বর্ণাঢ্য আয়োজন। রাম সেবক এর সার্বিক সহযোগিতায় শ্রীরাম চন্দ্রের প্রিয় ভক্ত শ্রী হনুমানজির পূজা আয়োজনে ব্রতী হয়।
আয়োজনে সাথে সম্পৃক্ত শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদ ২০২৫ এর উপদেষ্টা অপু দাশ, বিপ্লব পার্থ, প্রতিষ্ঠাতা তুর্য রুদ্র, চেয়ারম্যান অনুপম দাশ,শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি শুভ দাশগুপ্ত, সাধারণ সম্পাদক কাঞ্চন নাথ সহ অন্যারা।
এসময় সম্পৃক্তরা বলেন, শ্রী শ্রী হনুমান জয়ন্তীর জন্য হনুমান চালিশা পাঠ, পূজা, বর্ণাঢ্য মহাভোযাত্রা, আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদন, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, রাম সেবকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভা আরতি ও ধুনুচি নৃত্য সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ ও ধর্মীয় কনসার্ট অনুষ্ঠানমালা আয়োজন রয়েছে।