জেলা প্রশাসনের অভিযান ভিআইপি টাওয়ারে ভেজাল ওষুধের সন্ধান

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড়ের ভিআইপি টাওয়ারের দোতালায় ভ্যারাইটিজ ইউনানী দাওয়াখানা নামের একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন, বিএসটিআই ঔষধ প্রশাসন অধিদপ্তর। আজ ২৮ মার্চ এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানকালে দোকানটি থেকে বিপুল পরিমাণ অবৈধ সেক্সুয়াল ওষুধ, ডায়াবেটিস রোগের ওষুধ, পাইলস, সিফিলিস, গনোরিয়া রোগের ওষুধ, বিভিন্ন প্রকার মলম ও ব্যাথানাশক তেল জব্দ করা হয়। এসকল ঔষধের গায়ে “ভ্যারাইটিস ইউনানী” নামক দোকানের লেবেল লাগানো ছিল। দোকান মালিক না থাকলেও ম্যানেজার এসকল ওষুধ তৈরির কোন কাগজপত্র দেখাতে পারেন নাই। এছাড়া দোকানটিতে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই ভুয়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে মধু বিক্রি করতে দেখা যায়। দোকানটি থেকে প্রায় ২ লাখ টাকার এসকল অবৈধ মালামাল জব্দ করা হয়। এসময় দোকানের ম্যানেজারকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর নগরীর জিইসি মোড়ের কিউপিএস নামক মডেল ফার্মেসীতে ফার্মাসিস্ট না থাকা এবং শুল্ক ফাকি দেয়া ও নকল প্রশাধনী সামগ্রী বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

0Shares

নিউজ খুজুন