জিয়াউর রহমান বিএনপি গঠনের মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্র দল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যাগে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকালে এ কর্মসূচি থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাক আহমদ খান।
দোয়া মাহফিলে মোস্তাক আহমদ খান বলেন, আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। যিনি এক দলীয় শাসন ব্যবস্থা থেকে একটি বহুদলীয় গণতান্ত্রিক সংবিধান উপহার দিয়েছিলেন। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের নতুন দর্শনের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন।
তিনি বলেন, খুব জাঁক জমকের সঙ্গে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা শুধু দোয়া মাহফিল করছি। বিপুল অংকের বেঁচে যাওয়া টাকা বন্যাদুর্গতদের জন্য ব্যবহার করা হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মোস্তাক আহমদ খান বলেন, আপনারা ধৈর্য ধরেন। কোনো বেপরোয়া কর্মীদের সমর্থন দেবেন না। উপজেলা বিএনপি সদস্য মুসলিম উদ্দিনের সভাপতিত্বে ও পৗরসভা বিএনপির সদস্য সচিব ইউসুফ চৌধুরী সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ, আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মনসুর, জেলা কৃষক দলের সদস্য আক্তারুল আলম ছোটন, নজরুল ইসলাম, আলমগীর। পৌরসভা বিএনপি জানে আলম জসিম উদ্দিন চৌধুরী, মনজুর হোসেন, জাহাঙ্গীর মাস্টার, মোরশেদ আলম, সাইফুল জাহাঙ্গীর, ফয়সাল হাসি, জহিরুল ইসলাম, রাসেল প্রমুখ ।

0Shares

নিউজ খুজুন