জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপি’র শ্রদ্ধা নিবেদন

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ১৯ জানুয়ারী শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

0Shares

নিউজ খুজুন