জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোঘণা

ঢাকা প্রতিবেদক :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ফ্যাসিস্ট সরকার পতনের পর রাজপথে  চাঙ্গা হয়ে উঠেছে বিএনপি নেতাকর্মীরা।বিএনপির মনোনয়ন প্রত্যাশী সকলেই হেভিওয়েট হওয়ায় বড় চ্যালেঞ্জ ছিল। তীত ও বর্তমানে দলীয় কাজে অংশগ্রহণ ও কর্মকান্ড কাজে লাগিয়ে মনোনয়ন ভাগিয়ে নেওয়ার জোর তৎপরতা চালিয়েছে।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭ দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোঘণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

https://pdf.ac/NR3Fuw46U

বাকি আসনগুলোতে শরিক দলের প্রার্থীদের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর দ্বিতীয় দফায় প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি। এদিকে ঘোষিত তালিকা অনুযায়ী দেখা যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

0Shares

নিউজ খুজুন