জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও “জাতীয় শোক দিবস” পালন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে।
দিবসের কর্মসূচি শুরু হবে সকল সরকারি, আধা-সরকারি , স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্যদিয়ে। সকাল ৯.০০টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে জেলা শিল্পকলা একাডেমি চত্বর পর্যন্ত শোক র‌্যালি শেষে সকলে কালো ব্যাচ ধারণ করবে। সকাল ১০.০০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনী ও পুবস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
বেলা ১২.০০টায় জেলা শিল্পকলা একাডেমি, সার্কিট হাউজ, ডিসি হিল ও কলেজিয়েট স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাদ জোহর জমিয়তুল ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।
জেলা শিশু একাডেমিতে সকাল ৯.০০টা হতে বিকেল ৫.০০টা পর্যন্ত পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধু বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও বিক্রয় উৎসবের আয়োজন করা হবে। সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত নাটক প্রদর্শন করা হবে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে আলোচনা সভা, জাতীয় শোক দিবসের সাথে সংগতিপূর্ণ কবিতা পাঠ, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ্ ও নাত, বিশেষ মিলাদ মাহফিল ও মোনাজাত। এছাড়াও বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে দোয়া ও মানাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও আঞ্চলিক তথ্য অফিস পিআইডি, আগ্রাবাদ, চট্টগ্রাম এর পক্ষ থেকে জেলা শিল্প একাডেমির গ্যালারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন ও কর্মে উপর আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হবে। ,জেলা প্রশাসক সরকারি ও বেসরকারি সকল কর্মকর্তা-কর্মচারীদের স্ব-শরীরে উপস্থিত হয়ে জাতীয় শোক দিবসের সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন ।

0Shares

নিউজ খুজুন