জাতীয় পার্টির রাজনীতি সাধারণ মানুষের জন্য : জাপা মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের মানুষ পরিবর্তনের আশায় এক বুক আশা নিয়ে চেয়ে আছে জাতীয় পার্টি দিকে। বিএনপি ১২ বছর ক্ষমতার বাইরে থেকেই দিশেহারা হয়ে গেছে। আর জাতীয় পার্টির এরশাদ সৈনিকরা ৩১ বছর ক্ষমতার বাইরে থেকেও সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে আছে। দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন হলে বুঝতে পারবেন জনসমর্থন কার কত আছে। মুজিবুল হক চুন্নু আরো বলেন, জাতীয় পার্টির রাজনীতি সাধারণ মানুষের জন্য। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা নিয়ে কাজ করা হবে। দেশের মানুষ পানির নিচ দিয়ে রেল লাইন আর মাথার উপর দিয়ে গাড়ির লাইন চায় না। দেশের মানুষ চায় প্রত্যেকটি উপজেলায় চিকিৎসাসেবা বিশেষায়িত হাসপাতাল। যেখানে বিনামূল্যে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাবে।
জাপা মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সাংগঠকিভাবে প্রস্তুত হোন, জাতীয় পার্টি এককভাবেই আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করবে।

0Shares

নিউজ খুজুন