জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা,  নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সিপিবির বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কোতায়ালী থানা, চট্টগ্রামের উদ্যোগে আজ ২৪ জানুয়ারি চট্টগ্রামের শাহ আমানত মার্কেটের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী সিপিবি’র কেন্দ্রীয় কর্মসূচী গণতন্ত্র অভিযাত্রার অংশ হিসেবে চট্টগ্রামে এই কর্মসূচী পালিত হয়।

সিপিবি কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, ফরিদুল ইসলাম, রেখা চৌধুরী, রুপন কান্তি ধর, হা‌বিবুল হক বিপ্লব প্রমুখ।

বক্তারা বলেন, দেশে উচ্চ মুদ্রাস্ফীতিতে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। অর্থনীতি এখনো নিয়ন্ত্রণহীন। সারা দেশে বাজারে আগুন জ্বলছে। দেশের বিপুল অংশের শ্রমজীবী মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।

এ সময় সাধারণ মানুষের প্রত্যাশা ছিল বর্তমান সরকার জনগণের দাবি অনুযায়ী রেশন ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালু ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে বিশেষ ভূমিকা নেবে। সরকার এ পথে না হেঁটে বিশ্ব ব্যাংকের শর্ত মেনে ভ্যাট বৃদ্ধি, সরকারি কর্মচারীদের প্রণোদনা দেওয়াসহ নানা সংকট মোকাবেলায় সাধারণ মানুষের পকেট কাটার যে নীতি বেছে নিল তা দেশবাসী প্রত্যাখ্যান করছে। অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারীর পথে হাঁটছে, এটা দেশবাসী দেখতে চায় না। এই সিদ্ধান্তের ফলে সাধারণ জনগণের জীবন আরো দুবির্ষহ হয়ে উঠবে। গ্যাসের দামসহ অনেক পণ্যের ভ্যাট বৃদ্ধির ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন ব্যহত হবে, বিনিয়োগ কমবে- কর্মহীন মানুষের সংখ্যাও বাড়বে।

বক্তারা আরো বলেন, অগণতান্ত্রিক পরিবেশ থাকলে নানা ধরনের অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। তারা দেশকে আরও অশান্ত করতে চাইবে। শত শত মানুষের রক্তদানের মধ্য দিয়ে ২০২৪ এর জুলাই-আগস্টে যে গণ-অভ্যুত্থান সংঘটিত হলো, আজ ক্ষমতার দাপটে তা প্রশ্নবিদ্ধ হতে চলেছে। সাম্প্রদায়িক অপশক্তির দাপট বেড়ে চলেছে। মানুষের গণতন্ত্রের আকাঙ্খা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থার অবসান ঘটাতে দ্রুত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের ওপর ক্ষমতা হস্তান্তরের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমান সরকার নির্বাচনের কথা শুনলেই নানা ধরনের যুক্তি, কুযুক্তি হাজির করছেন ।

তাই বক্তারা বলেন, আমূল পরিবর্তন ছাড়া মুক্তি নেই। এই আমূল পরিবর্তনের জন্য সংস্কার একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলমান থাকবে। তাই সংস্কারের কথা বলে নির্বাচনের কাল বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।

0Shares

নিউজ খুজুন