জাতীয় দলের নারী ফুটবলার মনিকা চাকমা পেল ২ লাখ টাকার সঞ্চয় পত্র ও বাড়ি দেয়ার আশ্বাস

খাগড়াছড়ি থেকে তমাল দাশ লিটন : লক্ষীছড়ি উপজেলার দুর্গম সুমন্ত পাড়ায় জাতীয় দলের নারী ফুটবলার মনিকা চাকমাকে দেখতে গেলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। মঙ্গলবার দুপুরে তার নিজবাড়ী সুমন্ত পাড়ায় গিয়ে মনিকা চাকমা ও তার পরিবারের সদস্যেদের খোঁজ খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় মনিকা চাকমা ও পরিবারের জন্য দুটি প্রধান মন্ত্রীর উপহারের ঘর এবং তার জন্য দুই লক্ষ টাকার সঞ্চয় পত্র করে দেবেন বলে ঘোষনা দেন।
এছাড়াও পানির সমস্যা সমাধানের জন্য একটি ডিপ টিউবওয়েল দেয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা পরিষদের সদস্য মেমং মারমাসহ এলাকার জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0Shares

নিউজ খুজুন