খাগড়াছড়ি থেকে তমাল দাশ লিটন : জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে খাগড়াছড়িতে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি মৎস্য ভবন থেকে বের হয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয়।
পরে জেলা পরিষদের সদস্য মৎস্য বিভাগের আহবায়ক শতরুপা চাকমার সভাপতিত্বে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুক্তা ধর, জেলা মৎস্য কর্মকর্তা ড.মোঃ,আরিফ হোসেন, জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, উপজেলা চেয়ারম্যান, দিদারুল আলম, জেলা পরিষদের সদস্য ক্যাজরী মারমা।
এছাড়া উপস্থিত ছিলেন আলোচনা সভা ও শোভাযাত্রায় জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
পাঠক সংখ্যাঃ ৮২
0Shares