জাতির পিতা বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন শ্রমজীবী মেহনুতি মানুষের জন্য : মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বাঙ্গালির রাখাল রাজা ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে খুনি খন্দকার মুসতাক, জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করেছিল। যাতে বাংলাদেশ পিছিয়ে পড়ে কিন্তু বঙ্গবন্ধুর কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁেচ আছেন বলেই ৭৫’র খুনিদের আশা পূরণ হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন শ্রমজীবী মেহনুতি মানুষের জন্য’ শ্রমিক শ্রেণী জন্য’ বঙ্গবন্ধুর মতো বিশল হৃদয়ের অধিকারী এমন দরদী মানুষ ও নেতা বিশ্বে বিরল। আজ মঙ্গলবার বিকেলে জনতা ব্যাংক লালদিঘী কর্পোরেট শাখা মিলনায়নের জনতা ব্যাংক সিবিএ’র উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
জনতা ব্যাংক সিবিএ সভাপতি আবু তাহের জেহাদী’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল আবছারের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন-বখতেয়ার উদ্দীন খান, এড. মাহাফুজুর রহমান খান, আকতার উদ্দীন, সাইফুল ইসলাম চৌধুরী, বাপ্পী দেবনাথ, কানিজ ফাতেমা প্রমুখ।
মেয়র আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই দেশের গরিব অসহায় মানুষের মুখের হাসি ফুটানো জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা বলয়, গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পসহ সারাদেশে বিভিন্ন মেগা প্রকল্প গ্রহন করেছেন। দেশের মানুষ এই প্রকল্পগুলোর সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই আমরা উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গিকার ব্যাক্ত করছি। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

0Shares

নিউজ খুজুন