জাতির পিতার জন্মবার্ষিকী পালনে সাবেক মেয়র মনজুর আলমের বিভিন্ন কর্মসূচী গ্রহণ

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে জাতির পিতার জন্মদিনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নগরীর ৯ গুণীকে সংবর্ধনা এবং ১০৩ ফুট জন্মদিনের কেক কাটা হবে। ৯ গুণীজন হলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কলামিস্ট প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম ইউনিটের কমান্ডার মোজাফ্ফর আহমদ, চক্ষু বিশেষজ্ঞ ডা. এম.এ. ওয়াজেদ, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির রায়হান, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার রাশেদ রউফ, এনায়েত বাজার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মিসেস তহুরীন সবুর ডালিয়া, খান সাহেব আবদুল হাকিম মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিক আহমেদ, নুরুল হক চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মজুমদার এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ ও জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব মরহুম আলহাজ¦ মাওলানা জালালউদ্দিন আলকাদেরী। ১৩ মার্চ ওয়েলফেয়ার কার্যালয়ে অনুষ্ঠিত আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম সভাপতিত্ব করেন। সভায় ট্রাস্টের ট্রাস্টিদের মধ্যে আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ¦ মোহাম্মদ ফারুক আজম, আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহেদুল আলম উপস্থিত ছিলেন।

0Shares

নিউজ খুজুন