জলবদ্ধতা নিরসনকল্পে আসন্ন বর্ষা মৌসুমের আগেই আবদুল লতিফ সড়কের সংস্কার চাই

ফাইল ছবি

যীশু কুমার আচার্য্য : চট্টগ্রাম মহানগরের ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আওতাধীন ডি.সি. রোড বাই লেইন তথা আবদুল লতিফ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। বর্ষা মৌসুমে প্রায় কোমর পনিতে সড়কটি তলিয়ে যায়। এই সড়কটির পার্শ্বের ড্রেইনটি ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচলে বিঘ্ন ঘটেছে। আবদুল লতিফ সড়ক এর দুই পার্শ্বে অসংখ্য কাঁচা-পাকা গৃহ ও বিল্ডিং রয়েছে এবং এই এলাকায় লক্ষাধিক লোকের বসবাস। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার-হাজার লোকের চলাচল। এই সড়কটি বর্ষা মৌসুমের আগে সংস্কার করা না হলে বর্ষাকালে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হবে। এমতাবস্থায় জলবদ্ধতা নিরসনকল্পে আসন্ন বর্ষা মৌসুমের আগে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড এর আওতাধীন আবদুল লতিফ সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী জোর দাবী জানাচ্ছে।

0Shares

নিউজ খুজুন