আঁকলো খাতায় বাঘ
বাঘের ভীষণ রাগ।
বাঘকে ভারি শাসায়
পান্তাও নেই বাসায়।
খুকির মেজাজ তেতে কী দিই ওমা খেতে।
ফ্রিজ খানাও খাঁ খাঁ
আনাজ-পাতি রাখা।
মাংস পেলাম কই
কোথায় খুঁজি দই?
খাতার পাতায় থাকো
হালুম হুলুম ডাকো।
ভয় পাবে না কেউ
আশপাশে নেই ফেউ।
বাঘ মহাশয় বলি
‘কোচিং আছে চলি।’
পাঠক সংখ্যাঃ ৮৪
0Shares