ছড়া : বাঘের স্কুল – বিপুল বড়ুয়া

আঁকলো খাতায় বাঘ

বাঘের ভীষণ রাগ।

বাঘকে ভারি শাসায়

পান্তাও নেই বাসায়।

খুকির মেজাজ তেতে কী দিই ওমা খেতে।

ফ্রিজ খানাও খাঁ খাঁ

আনাজ-পাতি রাখা।

মাংস পেলাম কই

কোথায় খুঁজি দই?

খাতার পাতায় থাকো

হালুম হুলুম ডাকো।

ভয় পাবে না কেউ

আশপাশে নেই ফেউ।

বাঘ মহাশয় বলি

‘কোচিং আছে চলি।’

0Shares

নিউজ খুজুন