ছড়া : জাদুমন্ত্র – ফারজানা আফরোজ

অদল-বদল, রদবদল
হচ্ছে ম্যাজিক কলরব।
আব্রাকাডাব্রা জাদুমন্ত্র,
জপছে বাজিকর।

এই দেখি,এই নাই,
জাদু বলে দেখা চাই।
হেড-টুপি সাথে ঝোঁলা,
কুহকীর বেশ-ভূষা।

0Shares

নিউজ খুজুন