ছাত্র-তরুণদের আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে সকল প্রতিকূলতা ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যেতে হবে : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী ও জেলা নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা রংপুর মহানগর ও জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সময়ে শহীদ নেতৃবৃন্দ, তাদের পরিবার, সকল বিরোধী রাজনৈতিক শক্তিসহ এদেশের অধিকাংশ মানুষই ছিল মজলুম। বিশেষ করে শহীদ নেতৃবৃন্দ ও ছাত্র-জনতা যে লক্ষ্যকে সামনে রেখে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, সে লক্ষ্য বাস্তবায়নে আল্লাহর উপর সর্বদা ভরসা করে, সকল প্রতিক‚লতা ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্বশীল হিসেবে আমরা যতদিন আল্লাহর পক্ষ থেকে যতটুকু হায়াত পাবো, ততোদিন তাঁরই নিঃস্বার্থ গোলামীর মাধ্যমে দায়িত্ব পালন করে শুকরিয়া আদায় করার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সকল কার্যক্রম, কর্মতৎপরতা, কর্মসূচি এবং নিজের অর্থ, মেধা, সময় ও শ্রম সবকিছুই হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য।
সর্বস্তরের জনশক্তিকে ফেসবুক, ইউটিউবসহ অনলাইন প্লাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে সর্বদা সতর্ক ও সচেতন থাকতে হবে। সেক্ষেত্রে ইতিবাচক দিক গ্রহণ করতে হবে এবং নেতিবাচক দিক বর্জন করতে হবে।
আমীরে জামায়াত নিম্নোক্ত চারটি গুণ অর্জনে উপস্থিত দায়িত্বশীলগণের (পুরুষ ও মহিলা) দৃষ্টি আকর্ষণ করেন: সহীহ নিয়ত: পার্থিব কোন স্বার্থ অর্জন নয় বরং আল্লাহর সন্তুষ্টিই হবে আমাদের মূল লক্ষ্য। জ্ঞান অর্জন: দুনিয়াবী সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে, তবে কোরআন-হাদিসের জ্ঞান অর্জনের বিকল্প নেই।সৎ সাহস: দায়িত্ব পালনের ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না, আল্লাহর উপর ভরসা করে দ্বীনের দায়িত্ব বিরামহীনভাবে পালন করতে হবে। কঠোর পরিশ্রমী হওয়া: যে কাজে বেশি ফল পাওয়া যাবে সেই কাজের সফলতার জন্য কঠোর পরিশ্রমী হতে হবে এবং সবার আগে এগিয়ে আসতে হবে।

0Shares

নিউজ খুজুন