চোরাচালানকৃত ৬০০০ লিটার ডিজেল উদ্ধার ; গ্রেফতার ৪

সিএমপির পতেঙ্গা মডেল থানার পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে শুল্ক ফাকি দিয়ে চোরাচালানকৃত ৬০০০ লিটার ডিজেল উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করে।
পতেঙ্গা মডেল থানার এসআই/হেলাল উদ্দীন সংগীয় অফিসার ও ফোর্স সহ পতেঙ্গা থানাধীন ৪১নং ওয়ার্ড বোট ক্লাবের পাশে কর্ণফুলী নদীর অভ্যন্তরে ১২নং ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে রক্ষিত ৩০(ত্রিশ)টি ড্রামে মোট ৬,০০০/- (ছয় হাজার) লিটার ডিজেল উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত আসামী  দ্বীন মোহাম্মদ (৩৩),  সৈয়দ কাসিম (৩০), মোঃ জাবেদ হোসেন (২২)  ও মোঃ দাদন মাঝি (৪২)  গ্রেফতার হয়।
এরই প্রেক্ষিতে তাদের পতেঙ্গা মডেল থানার মামলা নং-০৩, তারিখ-৪-৩-২০২৫ইং ধারা- The Special Power Act, 1974 Section- 25B/25D রুজু করা হয়।
0Shares

নিউজ খুজুন