সিএমপির বন্দর থানার অধীনে বিশেষ অভিযান ও চেক পোষ্ট পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন পশ্চিম নিমতলা পানামা টার্মিনাল সংলগ্ন খালপড় হতে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ আবিদ হোসেন শ্রাবণ(১৭) কে চোরাই ০১টি পুরাতন বাই সাইকেল, (যার মূল্য অনুমান- ৭,০০০ টাকা) সহ আটক করা হয়।
পরবর্তীতে গ্রেফতার কৃত শিশু মোঃ আবিদ হোসেন শ্রাবণ এর প্রদত্ত তথ্য ও সনাক্ত মতে মোঃ আমানকে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন শান্তিরহাটস্থ বুদপুরা বাজার সংলগ্ন বিসমিল্লাহ মোটরস নামীয় আমানের গ্যারেজের দোকান হতে ০১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার পূর্বক হাতে নাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উভয়ের তথ্যমতে অভিযান পরিচালনা করে মোঃ সাজ্জাদ কে পটিয়া থানাধীন শান্তিরহাটস্থ বুদপুরা বাজার সংলগ্ন টিনুর থাই অ্যালুমিনিয়াম নামীয় তৈয়বের দোকানের সামনে হতে ০১টি নীল রংয়ের ১৫০ সি.সি প্লেট বিহীন মোটর সাইকেল, যার চ্যাসিস ও ইঞ্জিন নম্বর ঘষামাজা করা, সহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন শান্তিরহাট বাজারস্থ কবির মার্কেট সংলগ্ন এস.আর মোটরস নামীয় সাজ্জাদ এর গ্যারেজ হতে বাকিগুলো মোটর সাইকেল পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেফতারকৃতরা বর্ণিত চোরাই বাইসাইকেল ও মোটর সাইকেল সমূহ বিভিন্ন জায়গা থেকে চুরি করে এবং চোরাই জানিয়া অভ্যাসগত ভাবে ক্রয়-বিক্রয় করার জন্য তাদের হেফাজতে রাখে মর্মে স্বীকার করে।