চোরাইকৃত মোটরসাইকেল সহ গ্রেফতার ২

গত ৩ ডিসেম্বর হতে ৪ ডিসেম্বর যেকোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা কোতোয়ালী থানাধীন রেশ চন্দ্র মুন্সেফ লেইনস্থ ইকবাল ভিলার সামনে খালি জায়গা হতে মোঃ মসিউর রহমান প্রঃ রোকন (৫১) এর মালিকানাধীন ১টি কমলা রংয়ের মোটরসাইকেল, যার রেজিঃ নম্বর-চট্টমেট্রো- ল-১৭-৬১২০ চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় জনৈক মোঃ মসিউর রহমান প্রঃ রোকন (৫১) বাদী হয়ে এজাহার দায়ের করলে পেনাল কোড ১৮৬০ এর ৩৭৯ ধারায় ০১টি মামলা রুজু হয়।
মামলা রুজু হওয়ার পর এসআই/সুকান্ত চৌধুরী নেতৃত্বে কোতোয়ালী থানা টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর কক্সবাজার মহেশখালী থানাধীন পানিরছড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: খায়রুল আমিন (৩১) ও সাদ্দাম হোসেন (২৮)’কে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয় ।

0Shares

নিউজ খুজুন