চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও সৌদি রিয়েল উদ্ধার, গ্রেফতার ৪

চট্টগ্রাম নগরীতে এক প্রবাসীর বাসায় চুরির ঘটনায় দম্পতিসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের তথ্যে চুরি যাওয়া সোনার অলংকার, সৌদি মুদ্রাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দম্পতি পুলিশকে জানিয়েছে, চুরি করা সোনার অলংকার বিক্রির টাকায় তারা গ্রামে একটি ঘর তৈরির পরিকল্পনা করেছিলেন। দুই সপ্তাহ আগে নগরীর বায়েজিদ বোস্তামি থানার তুলাতলী এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এরপর ১০ জানুয়ারি সাইফুল ইসলাম (২২) নামে একজনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেওয়া তথ্যে ব গ্রেফতার করা হয় আরও তিন জনকে। এরা হলেন— মো. সাইফুদ্দিন (৩২) ও তার স্ত্রী রুমা আক্তার (৩৮) এবং মো. আলম (২৪)।
বৃহস্পতিবার রাতে নোয়াখালীর চরজব্বার থেকে সাইফুদ্দিন ও রুমাকে আটক করা হয়। এরপর তাদের রিমান্ডে থাকা আসামি সাইফুলের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিন জনের অভিন্ন তথ্যে রৌফাবাদে সাইফুল ও আলমের বাসা এবং নোয়াখালীর চরজব্বারে সাইফুদ্দিনের বাড়ি থেকে মোট ১৩ ভরি সোনার অলংকার, দুই হাজার সৌদি রিয়াল ও ইমিটিশনের আরও কিছু গহনা উদ্ধার করা হয়। সর্বশেষ সৌদিপ্রবাসীর বাসা থেকে চুরি করা সোনার অলংকার বিক্রি করে তারা গ্রামে একটি ঘর নির্মাণের পরিকল্পনা নিয়েছিল। প্রতিবার তারা চুরির পর পালিয়ে নোয়াখালী চলে যায়।’

0Shares

নিউজ খুজুন