নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়া : লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ সাতগড় লম্বাশিয়া এলাকায় বালু উত্তোলন করছিল একটি প্রভাবশালী মহল। কিছুদিন ধরে বালু উত্তোলন পুরোদমে শুরু হয়। অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ড ও বনবিভাগের যৌথ অভিযান পরিচালনা করেন। ২০ মার্চ সকালে এ অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।
এসময় উপস্থিত ছিলেন পদুয়া সহকারি বন সংরক্ষক মোঃ দেলোয়ার হোসেন, চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান, ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু, সাতগড় বিট অফিসার মহসিনসহ থানা পুলিশের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় বনবিভাগকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। উত্তোলিত বালুর স্তপগুলো মিশিয়ে দেয়া হয়েছে এবং ৫ টি রাস্তা কেটে দিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত গাড়ি চলাচল ব্যাহত করে দেয়া হয়েছে।
তদন্ত সাপেক্ষে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলার দায়েল করার জন্য চুনতি বন রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।