বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি পিছিয়েছে। আজ ৩ ডিসেম্বর সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম শুনানি শেষে আগামী ২ জানুয়ারি আবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।
চট্টগ্রাম মহানগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) মফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে। আজ চিন্ময়ের জামিন শুনানির তারিখ থাকায় সকাল থেকে চট্টগ্রাম আদালত সহ আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। তবে চিন্ময় কৃষ্ণ দাসকে এদিন আদালতে হাজির করা হয়নি। আইনজীবীদের একাংশকে সকালে আদালত প্রাঙ্গণে মিছিল করতেও দেখা যায়।
এ সময় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
পাঠক সংখ্যাঃ ৫৩
0Shares