ডেস্ক রির্পোট : চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত। তাই আগামী ১ নভেম্বর শনিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালে চট্টগ্রাম গার্মেন্টস অ্যাকসেসরিজ গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলালের রিটের প্রেক্ষিতে ৩০ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিতের রায় দেন। চট্টগ্রাম চেম্বারের ট্রেড ও টাউন গ্রুপের অকার্যকর সদস্যের নির্বাচনে অংশগ্রহণ বাদ দিতে অভিযোগ করেন ।
উল্লেখ, চট্টগ্রাম চেম্বারের সদস্যদের ভোটে ১২ জন সাধারণ শ্রেণিতে, ৬ জন সহযোগী শ্রেণিতে এবং ৩ জন টাউন অ্যাসোসিয়েশন ও ৩ জন ট্রেড গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হন। পরিচালকদের ভোটে নির্বাচিত হন সভাপতি ও দুই সহ সভাপতি।