শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, চা শিল্পের উন্নয়ন, শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ ও অসন্তোষ দূরীকরণে শ্রম, অর্থ, বাণিজ্য, শিল্প, কৃষি ও ভূমি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। এছাড়া, শ্রমিক-মালিক-সরকারের ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই খাতের সমস্যা সমাধানে কাজ করা হবে।
উপদেষ্টা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালিশিরা ভ্যালি ক্লাবে জেলার বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষ, সিইও ও ব্যবস্থাপকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ও মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার। এছাড়া, শ্রীমঙ্গলে চা শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হবে। তিনি আরো বলেন, চা শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী রপ্তানিখাত, যা এক সময় পূর্ব পাকিস্তানের একমাত্র রপ্তানি পণ্য ছিল। এই শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় কাপনা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কামরান তানভিরুর রহমান বক্তৃতা করেন। পরে চা বাগানের ব্যাবস্থাপকগণ চা শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সভায় শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, চায়ের নিলাম মূল্য উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় শ্রমিকরা সময়মত মজুরি পাচ্ছে না। তাদের মজুরি ও রেশন ব্যবস্থা উন্নয়নে আলোচনা চলছে। এছাড়া, চা বোর্ডের চেয়ারম্যান বলেন, চায়ের নিলাম মূল্য বাড়াতে পারলে এ শিল্পের সংকট কাটিয়ে ওঠা সম্ভব।
এসময় টি বোর্ডের চেয়ারম্যান, মৌলভীবাজার জেলার জেলাপ্রশাসক ও পুলিশ সুপার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।