চাটগাঁ ডাইজেস্টের রত্নগর্ভা মা সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক  : মাসিক চাটগাঁ ডাইজেস্টের আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ রতœগর্ভা মা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি মিলনায়তনে প্রফেসর ডঃ জয়নব বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আমেনা শাহীন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ শাহানা, নিষ্ঠা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এম এ সবুর সহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০ জন রত্নগর্ভা মা সম্মাননা প্রদান করা হয়। এসময় বক্তারা বলেন, মায়েদের মাধ্যমে সমাজে গড়ে উঠে সুন্দর সন্তান। আদর্শ মায়ের আদর্শ সন্তান দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে। তাই মায়েদের সম্মানিত করার মাধ্যমে আমরা মহৎ একটি কাজ করতে পেরেছি বলে মনে করি।

0Shares

নিউজ খুজুন