চাক্তাই বিকল্প খালের আবর্জনা পরিস্কারে নামলেন কাউন্সিলর শহিদ

ফেব্রুয়ারি ২২ নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদুল আলম আজ বৃহস্পতিবার পরিচ্ছন্ন সেবকদের নিয়ে এলাকার রসুলবাগ আবাসিকের মধ্য দিয়ে প্রবাহিত চাক্তাই বিকল্প খালের ময়লা আবর্জনা পরিস্কারে নেমে পড়েছেন। পরিচ্ছন্ন কাজ চলাকালে শহিদুল আলম বলেন, দীর্ঘদিন যাবত এই খালে আবর্জনা জমে পানি প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছিলো। এতে বৃদ্ধি পেয়েছে মশার উপদ্রব। যার পরিপ্রেক্ষিতে এই সমস্যা থেকে উত্তোরণে এলাকাবাসী মানববন্ধন করেছেন। তাদের এই কর্মসূচির সাথে আমিও সংহতি প্রকাশ করেছি। যদিও খাল পরিস্কারের কার্যক্রম জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারি কোরের কথা। কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার অধিবাসী ও নাগরিকদের দাবির যোক্তিকতা অনুধাবন করে খাল পরিস্কারে ওয়ার্ডের সীমিত পরিচ্ছন্ন সেবক ও জনবল নিয়ে নেমে পড়লাম। কার কি দায়িত্ব তার বিচারের ভার জনগণ ও নগরীর অধিবসী বিবেচনা করবেন।
তিনি এলাকাবাসীকে খাল নালায় ময়লা আবর্জনা ও পলিথিন না ফেলার আহ্বান জানান। এসময় কাউন্সিলর রসুলবাগ এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের আবর্জনা ও ভাঙ্গা ইটের সুরকি খালে ফেলায় ক্ষোভ প্রকাশ করেন এবং তাৎক্ষণিক তা সরানোর ব্যবস্থা নিতে ভবম মালিককে নির্দেশ দেন। না হয় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে বলে ভবন মালিককে সাবধান করে দেন। কাউন্সিলর ওয়ার্ডের পরিচ্ছন্ন সুপারভাইজারকে এই কাজে যথাযথ তদারকি করতে বলেন।

0Shares

নিউজ খুজুন