চাকসু ভিপি মোঃ নাজিম উদ্দিন এর মৃত্যুতে শোক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)’র ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সহ সভাপতি মোঃ নাজিম উদ্দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৩ অক্টোবর বুধবার রাত ৯ টায় ঢাকার শ্যামলী সিকেডি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে স্ত্রী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ২৪ অক্টোবর বৃহস্পতিবার বাদে জোহর চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জানাজায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, সাবেক চসিক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ উদ্দিন রেজা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিপি নাজিম উদ্দিন এর মৃত্যুতে বাংলাদেশ গীতিকবি সংসদ এর সভাপতি লিয়াকত হোসেন খোকন, সাধারণ সম্পাদক এস আনিস আহমেদ বাচ্চু, গীতিকার ডা: খোদেজা খুরশিদ অপরাজিতা, দিলীপ ভারতী, আবছার উদ্দিন অলি, হুমায়ুন চৌধুরী, মোঃ ওবায়দুল্লাহ, জসিম উদ্দিন খান, সংগীত শিল্পী এহসানুল করিম, ব্যান্ড শিল্পী ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, সংগীত শিল্পী ইকবাল হায়দার, সংগীত শিল্পী ফাহমিদা রহমান, ইকবাল পিন্টু, সাংবাদিক ও কলামিস্ট মোঃ কামাল উদ্দিন শোক প্রকাশ করেছেন। বিবৃতি দাতারা তার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থা, আমার একুশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগ অ্যালামনাই এেেসাসিয়েশন এর নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

0Shares

নিউজ খুজুন