চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক : প্রায় তিন যুগের নিস্তব্ধতা ভেঙে আজ নতুনভাবে জেগে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের গন্তব্য হচ্ছে ভোট কেন্দ্র অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার মাধ্যমে নেতৃত্ব বের করে আনার পদ্ধতি।
বিগত কিছুদিন উৎসব উদ্দীপনায় প্রচারণায় মুখর ছিল চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীদের। প্রতিশ্রুতি ও ইশতেয়ার নিয়ে শিক্ষার্থীদের সামনে হাজির হয়েছে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রাথীরা । চবি ক্যাম্পাস যেন ছিল একটি উৎসবমুখর।
সকাল সাড়ে ৯টা থেকে  বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ১৫টি কেন্দ্রে। ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গনণা। মেশিনে গণনা করা হচ্ছে ভোট। সারাদিন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ভোট গ্রহণ শেষে এখন অপেক্ষা ফলাফলের
বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকসু নির্বাচন নিয়ে জানান,  নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নির্বিঘ্নে করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সবরকম প্রস্তুতি ছিল। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে।
0Shares

নিউজ খুজুন