চাকসু নির্বাচনের আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৯ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। সভায় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) নুরুল্লাহ নুরী।
চাকসু নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় জেলা ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় চাকসু নির্বাচনকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের যাবতীয় সুপারিশ ও পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।
সমন্বয় সভায় চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, চাকসু নির্বাচনের ওপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেজ নির্ভর করছে। সফলভাবে চাকসু নির্বাচন সম্পন্ন করতে পারলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এতে আমরা সবাই নতুন ইতিহাসের স্বাক্ষী হবো। আমরা দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে অত্যন্ত সফলভাবে একটি জাঁকজমকপূর্ণ সমাবর্তন আয়োজন করেছি। এবার চাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন করার পালা। আশা করি এটাও সফলভাবে সম্পন্ন হবে। তবে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমি সকলের একান্ত সহযোগিতা কামনা করছি।
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সকল বড় বড় ইভেন্টে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। আশা করি চাকসু নির্বাচনেও আইনশৃঙ্খলা বাহিনী ও সিভিল প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। তিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ হলগুলোতে শৃঙ্খলা বজায় রাখা, নিয়মিত টহল দেয়া এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হল প্রভোস্ট ও নিরাপত্তা দপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান সকল শিক্ষার্থীর আগ্রহের কেন্দ্রবিন্দু চাকসু নির্বাচন। এখন পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ হতে নেতিবাচক আচরণ চোখে পড়েনি। সকল প্রার্থীর সহাবস্থান পরিলক্ষিত হচ্ছে। আশা করি, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, চাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর নির্বাচন কমিশনার প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ড. মো. আনোয়ার হোসেন, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রশাসক এবং চাকসু নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট কর্মকতাবৃন্দ।
চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকীর সঞ্চালনায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের এসপি মো. সাইফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি’র ডিসি মো. গোলাম রুহুল কুদ্দুস, চট্টগ্রাম জিআরপি’র সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু, চট্টগ্রাম ডিজিএফআই’র উপ-পরিচালক মোস্তাক আহম্মেদ ও সহকারী পরিচালক পারভেজ আলম, চট্টগ্রাম জেলা ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউসার, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, এনএসআই চট্টগ্রাম এর সহকারী পরিচালক মো. নুর ইসলাম, হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া, ফায়ার সার্ভিসের আবদুল মান্নান, চট্টগ্রাম চৌকির রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর মো. আমান উল্লাহ আমান ও চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু হেনা মোস্তফা কামাল বক্তব্যের মাধ্যমে তাদের বিভিন্ন মতামত পেশ করেন। এর আগে প্রফেসর ড. আরিফুল হক সিদ্দিকী নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত তথ্য সবার সামনে উপস্থাপন করেন।
পরে চবি প্রক্টরিয়াল বডির সদস্যগণ বিশ্ববিদ্যালয় নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় এবং কোন কোন স্পটে কতজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রয়োজন, সেসব তথ্য পেশ করেন।
0Shares

নিউজ খুজুন