নিউজ চাটগাঁ ডেক্স : ২৫ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। চট্টগ্রামকে পলিথিন মুক্ত পরিবেশ বান্ধব নগর গড়ার তুলার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সত্ত্বেও পলিথিন ব্যাগে পণ্যসামগ্রী বিক্রির দায়ে খুলশী থানাধীন ঝাউতলা বাজারে ৬ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৩হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। এই সময় ব্যবসায়ী ও ক্রেতা সাধারনকে পলিথিন ব্যাগ বর্জনের জন্য নির্দেশনা দেন। অত্র সংস্থার স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর অভিযানে চকবাজারস্থ কাঁচাবাজার, চকবাজার মোড়, ফুলতলা, তেলিপট্টি রোড ও কাতালগঞ্জ এলাকায় রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় উল্লেখিত এলাকা থেকে ভাসমান দোকানপাট ও ভ্যানগাড়ী উচ্ছেদ করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করে।