চসিক ভ্রাম্যমাণ আদালত নগরীর রেষ্টুনেন্ট ও ৬ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা

নিউজ চাটগাঁ ডেক্স : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২২ জানুয়ারি নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসকি নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে মোবাইল র্কোট কোভিড-১৯ করোনাভাইরাস নিয়ন্ত্রণের লক্ষে সরকার ঘোষিত বিধিনিষেধ না মানায় গ্রাহকদের টিকা সনদ না দেখে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করায় নাছিরাবাদস্থ সুলতান ডাইনকে ১০ হাজার, তেরাকোটা রেস্টুরেন্টকে ৫হাজার, হোয়াইট রেবিটকে ৫হাজার, ক্রেবকে ৫হাজার, লালদিঘীর পাড় এলাকার নিউ মালঞ্চকে ২হাজার ও পড়শী রেস্টুরেন্টকে ২হাজার টাকাসহ লালদিঘী ও আন্দরকিল্লা এলাকায় ফুটপাতে ব্যবসা করা দায়ে ৬ ব্যক্তিসহ সর্বমোট ১২টি মামলা রুজু পূর্বক ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই সময় গ্রাহকদের টিকা সনদ ও মাস্ক পরার বিষয় নিশ্চিত করার জন্য রেস্টুরেন্ট মালিকদের নিদর্শনা প্রদান করা হয় এবং জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়েও সচেতন করা হয়।

0Shares

নিউজ খুজুন