দৈনিক নিউজ চাটগাঁ থেকে পূজা মিত্র # চরলক্ষ্যা র্সাবজনীন শ্রীশ্রী দোল পূর্ণিমা উৎসব উদযাপন পরিষদের কমিটি গঠিত হয়েছে। এ লক্ষ্যে ১৫ অক্টোবর চট্টগ্রামের কর্নফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে সংগঠনের সাবেক সভাপতি রনি দে-র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে শ্রী সৈকত দে-কে সভাপতি, শ্রী রোজন দাশ-কে সাাধারন সম্পাদক, শ্রী রূপেন চৌধুরী-কে কোষাধক্ষ্য ও শ্রী শিমুল চৌধুরী-কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দর ও সুষ্ঠ ভাবে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব উদযাপন করার লক্ষ্য নিয়ে এই কমিটি গঠিত হয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সূনীল চৌধুরী, শিবু চৌধুরী, চন্দন দে, অমল দাশ, খোকন দাশ, বাসু কুমার দে, রুপন দাশ, টিপু দাশ, লিটন দাশ, টিপু চৌধুরী, বাবুল দাশ, আশু দে, রিপন দাশ, অলক দাশ, বিকাশ দে, শিমুল চৌধুরী, রানা দে, সুবল দাশ, জয় দে, সৌরভ চৌধুরী, মিঠুন চৌধুরী, ইমন চৌধুরী, জনি দে, সঞ্জয় চৌধুরী, সমীরন ঘোষ, সজীব দে, দীপক দে, বিমল দে, জয়ন্ত, অনিক, ইমন, মুন্না।