গাউছুল আযম হযরত মাওলানা শাহ্্সূফি সৈয়্যদ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর (ক.) প্রথম ও প্রধান খলিফা, বিলবেরাছতে গাউছুল আযম কুতুবুল আকতার হযরত মাওলানা শাহছুফি শেখ অছিয়র রহমান আল-ফারুকী চরণদ্বীপী (ক.) কেবলার ১৩০তম বেলায়েত ও বেলাদত বার্ষিকী ওরশ আগামী ২১ জানুয়ারি বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে দিন-রাত ব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে-মাজার জেয়ারত, মিলাদ মাহফিল, জিকির, ছেমা মাহফিল, কাওয়ালী গান, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ। অনুষ্ঠিতব্য ওরশে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য চরণদ্বীপ দরবার শরীফ বশরিয়া শহীদিয়া ত্বরিকত কমিটির সভাপতি মোঃ নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক এম. দিদারুল আলম মানিক বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
পাঠক সংখ্যাঃ ৫৪
0Shares