নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক ল্যাব উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার তসলিম উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ. কে. এম ফজলুল হক, সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক কাউন্সিলর শফিউল আলম, মহানগর সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিগত স্বৈরাচার হাসিনার আমলে চিকিৎসা খাতে সীমাহীন দুর্নীতি, সিন্ডিকেট এবং লুটপাটের কারণে সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা থেকে বঞ্চিত ছিলো। সরকারি হাসপাতালগুলোকে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করে জনগণকে জিম্মি করেছিলো।
বর্তমান উদ্যোগের লক্ষ্য- রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্য সমান ও সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করা। এজন্য মেডিকেলের প্রতিটি বিভাগে আধুনিক যন্ত্রপাতি, ল্যাব ও প্রয়োজনীয় ইকুইপমেন্ট সংযোজনের কাজ চলছে। স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত, সেবামুখী ও মানবিক করার এই প্রয়াস জনস্বাস্থ্যের উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাঠক সংখ্যাঃ ৬৫
0Shares