চবির সমাবর্তনে অংশ নিতে পারবেন মূল সনদ উত্তোলনকারীরাও

২০১১ থেকে ২০২৩ পর্যন্ত যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে মূল সনদ উত্তোলন করেছেন, তারাও ৫ম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। আগামী ১লা এপ্রিল হতে ৭ই এপ্রিল পর্যন্ত তাদের আবেদনের সময় নির্ধারণ করা হয়। পূর্বে সনদ উত্তোলনকারীদের জন্য সমাবর্তন ফিস ২৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা নির্ধারণ করা হয়। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ৫ম সমাবর্তন কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
৫ম সমাবর্তন কমিটির সদস্য সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত ) প্রফেসর ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারীর সঞ্চালনায় এ সভায় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, সিন্ডিকেট সদস্যবৃন্দ, সিনেট প্রতিনিধি, ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, রেজিস্ট্রারসহ অন্যান্য পর্ষদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপাচার্য সমাবর্তন সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
0Shares

নিউজ খুজুন