চন্দনাইশ প্রতিনিধি : নাগরিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইসলামী মূল্যবোধ প্রসারে ও বৃদ্ধির লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি, সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষে ধানের শীষের সমর্থনে আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৪ চন্দনাইশ -সাতকানিয়া আংশিক আসানের মনোনয়ন প্রত্যাশ ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ এ প্রাথমিক নমিনেশন প্রাপ্ত মাওলানা মোজাম্মেল হক চৌধুরীর সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বরকল বাহাদুর খান চৌধুরী মাদ্রাসার মুহতামিম মাওলানা শোয়াইব ।
প্রধান অতিথি মাওলানা মোজাম্মেল হক চৌধুরী বলেন বাংলাদেশ আজ নৈতিক ও মানবিক সংকটে ভুগছে। ইসলামি মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এই সংকট নিরসন সম্ভব। বিএনপি হচ্ছে সেই দল, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবসময় জনগণের পাশে থেকেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণ একযোগে রায় দেবে—ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, দেশের জনগণ আজ ন্যায়বিচার, মানবতা ও স্বাধীন চিন্তার বাংলাদেশ ফিরে পেতে চায়। তাই ইসলাম ও দেশের স্বাধীনতার পক্ষে থাকা মানুষদের এখন ঐক্যবদ্ধ হতে হবে।
আমরা ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ, মানবিক চেতনায় পরিচালিত একটি বাংলাদেশ গড়তে চাই। আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ের জন্য। ধানের শীষের বিজয় মানে মানুষের মুক্তির বিজয়, অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয়। ইসলামী মূল্যবোধে গঠিত মানবিক সমাজই দেশের শান্তি ও উন্নয়নের একমাত্র পথ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে মাঠে নামতে হবে। বিএনপি’র পক্ষে যার নামে নমিনেশন আসে তার সাথে কাজ করার জন্য স্থানীয় জনগণকে উদাত্ত্ব আহ্বান জানান। স্থানীয় বিশিষ্ট আলেম, শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী ও এলাকার তরুণ প্রজন্মও বৈঠকে উপস্থিত ছিলেন।
স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে জনগণ এখন পরিবর্তন চায়—চায় একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও ইসলামী চেতনায় উজ্জীবিত বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিন জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা হাফেজ ফোরকান ও স্থানীয় নেতা আলহাজ্ব জাফার উল্লাহ চৌধুরী, জনাব বজলুল হক চৌধুরী, মাওলানা কাজী সিরাজুল হক, মাওলানা নোমান গণী, মাওলানা মিশকাত, মোহাম্মদ আজাদ চৌধুরী, মাওলানা নুরুউদ্দীন, মাওলানা রাশেদ, মাওলানা আবদুল হামিদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানার বিএনপি নেতা ফরিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।