চট্টগ্রাম-৮ আসনে ভোট বিপ্লব হবে: শাহজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রাম-৮ আসন তথা বোয়ালখালী, চান্দগাঁও ও পাঁচলাইশ সংসদীয় এলাকা জামায়াতের ঐতিহ্যবাহী ঘাঁটি। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে সংগঠনের ব্যাপক প্রসার ঘটেছে। আগামী সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য কর্মীরা প্রস্তুত রয়েছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই আসনে ভোট বিপ্লব হবে, ইনশাআল্লাহ।

বুধবার, চট্টগ্রাম-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাসেরের পাঁচলাইশস্থ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহজাহান চৌধুরী আরও বলেন, “এবার জামায়াতের প্রার্থীদেরকে নির্বাচিত করতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।”
সমাবেশের সভাপতিত্ব করেন বোয়ালখালী থানা জামায়াতে ইসলামীর আমীর ডা. খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমীর অধ্যাপক নুরুল্লাহ,নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ,
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, চান্দগাঁও থানা সেক্রেটারি জসিম উদ্দীন সরকার, পাঁচলাইশ থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি তাওহীদ আজাদ, মাওলানা তৈয়ব আলী মজিদী, শিক্ষক নেতা মাওলানা দিদারুল আলম, শ্রমিকনেতা মশিউর রহমান, ছাত্রনেতা আব্দুর রহিম ও নুরুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াতের বিভিন্ন ওয়ার্ড, শ্রমিক, ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃবৃন্দ।

জাফর সাদেক বলেন, দেশের মানুষ বারবার সরকার পরিবর্তন দেখেছে এবং এখন তারা প্রকৃত পরিবর্তন চায়। জামায়াতের দিকে জনগণ প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তাই দলীয় নেতাকর্মীদের সেই প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে হবে।

ডা. আবু নাসের শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমি সংসদ সদস্য নই, বরং জনগণের সেবক হতে চাই। নির্বাচনের এখনো অনেক সময় বাকি, তবে সাধারণ মানুষের ভালোবাসা ও সহযোগিতা দেখে আমি অভিভূত।

0Shares

নিউজ খুজুন