চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের কার্যকরী কমিটির শপথ গ্রহণ

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রোববার (৯ জানুয়ারি) চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযুদ্ধের সংগঠক ডা. মাহফুজুর রহমান নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ।
এর আগে নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু ও সাধারণ সম্পাদক আলী প্রয়াসের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল হস্তান্তর করেন কমিশনের সদস্য ইতিহাস গবেষক শামসুল হক।
এসময় নবনির্বাচিত অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রেহেনা চৌধুরী, সহ-সভাপতি মিজানুর রহমান শাহীম, সিনিয়র সাধারণ সম্পাদক আলমগীর শিপন, সহ সাধারণ সম্পাদক গোফরান উদ্দীন টিটু, প্রচার ও দপ্তর সম্পাদক আনিসুল ইসলাম সুজন, অর্থ সম্পাদক মো. সোহেল রানা, নির্বাহী সদস্য গাজী মোহাম্মদ জাহেদ, ড. সৌরভ শাখাওয়াত, কিশোর হাবীবুর রহমান এবং ফারুক হাসান।

0Shares

নিউজ খুজুন